চাই না সাজিয়ে রাখতে
প্রস্ফুটিত রাঙা গোলাপ
তোমার প্রেমের উপহার
প্রেমের সুবাস হারিয়ে
ইজিপ্টের মমি করে
ডাইরির পাতার মাঝে I
চাই যে আমি
প্রস্ফুটিত হয়ে থাকুক
তোমার রাঙা গোলাপ
মোর হৃদ-মাঝারে
প্রেমের সুবাস বিলিয়ে
আজীবন আমরণ I
-------------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 14/06/2017