রহস্যময় যেনো প্রেমের খেলাটা
একটি উন্মাদনা ?
না জিতলেই যে হয়ে যায়
জীবন আর মৃত্যুর খেলা !
প্রেমের সৌধ নির্মাণ করার স্বপ্ন
অনেক সময় শুধু দিবা-স্বপ্ন ,
তাই বোলে কি
মহাশুন্যের জোয়াল নীরবতা
ঘিরে ফেলবে
সমস্ত দেহ, মন আর জীবনকে ?
জীবন-শক্তি দায়িনী প্রেম
হয়ে যাবে জীবন-নাশিনী ?
প্রেমের রাগীতে কেনো বোনে যায়
প্রেমের বৈরাগী / বৈরাগীনি ?
কেনো হৃদয় দুয়ার রাখে খোলা
দিনের পর দিন ধরে প্রতীক্ষায়
আসবে বলে সে,
দেখতে সাজিয়ে রাখা
তার প্রতিচ্ছবি সযতনে
হৃদয়ের মাঝে ?
প্রতীক্ষান্তে সময় ক্লান্ত,
দেহ, মন ক্লান্ত,
যন্ত্রনায় ভেসে আসে
মনের অস্থিরতা, নিঃশেষ করে
জীবনের পথ,
প্রেমের সমাধি তীরে বসে বসে
সাজিয়ে থাকে কৃষ্ণচূড়ার স্বপ্ন-ভঙ্গ
লাল ফুল দিয়ে সেই সমাধি,
আলিঙ্গন নিতে
মৃত্যুর হিম-শীতল হাতের I