চুপি চুপি চোরের মতো  
আসে সে সময়ের স্রোতে,
দেহ, মন, হৃদয়ের মাঝে
আবেগের দুরন্ত বাতাস নিয়ে
উড়িয়ে নিয়ে সোনালী শৈশবকে
বিস্মৃতির অতল গর্ভে I
যৌবন  এসে  বসে
হৃদয়েতে রাজা বনে,
নেচে উঠে উন্মাদনায়
শরীরের  অঙ্গ  প্রতি,
আলোড়িত তন -মন
রঙীন স্বপ্ন মেখে,
ভেঙে দিয়ে পারাপার  
উন্মাদ প্রেমের ঝরে
কখনো আনন্দের,
কখনোবা নিরানন্দের I    
দাঁড়িয়ে থাকতে দেখে
পূর্ণিমার চাঁদটা,  
কৃষ্ণচুড়ার গাছের নিচে
প্রিয়ার প্রতিমূর্তি হয়ে  I
বুকে অনুভব নিয়ে  
প্রিয়ার নরম উত্তাপ,
কখনো ভোরের সূর্যের,
কখনো অস্তগামী সূর্যের  I
ভাবলে কথা  প্রিয়ার
থাকে সে জাগিয়ে,
দেখলে স্বপ্ন প্রিয়ার
থাকে সে  ঘুমিয়ে,
থাকলে সঙ্গ প্রিয়ার  
থাকে সে জীবন্ত  হয়ে  I
-------------------------
ডo প্রীতিশ চৌধুরী --  02/06/2017