না তোমার দোষ নেই
নেই আমারও
সভ্যতার রং মেখে মেখে
তুমি চির রূপবতী চির যৌবনা প্রেমিকা
আমিও দুরন্ত প্রেমিক
শরীরে উচ্ছল যৌবন …
আমার প্রেমের তরঙ্গের কম্পনাংক
তোমার প্রেমের তরঙ্গের কম্পনাংক
মিলে সৃষ্টি হবে না কোনো দিন অনুরণন !!
তুমিও জান
আমিও জানি !
তাতে কি ?
দেবদাস? না আজকাল সে আউটডেটেড !!
সভ্যতা বোঝে প্রেমকে বেশি
তোমার চেয়ে, আমার চেয়ে ...
ঢেলে দেবে সভ্যতা তোমার গলায়, আমার গলায়
নিত্য নতুন প্রেমের সোমরস …
হয়ে থেকো তুমি
চির যৌবনা চির প্রেমিকা,
আমিও চির যৌবনমত্ত চির প্রেমিক…
প্রেম এখন সভ্যতার দাস !!
--------------------------------------------
Dr Pritish Chowdhury 15/10/2017