প্রেমের রঙীন কথা
কখনোবা সাদা, কখনোবা ফুলাম
কাগজের পাতায় লেখা মুক্তা যেনো আখর দিয়ে
অপূর্ব গদ্য-কাব্য, কত যে রোমাঞ্চকর,
আকাঙ্খিত প্রিয়জনের
প্রেমের বার্তা নিয়ে উড়ে আসা লেফাফাতে
প্রেমের পত্র সেই রয়ে আছে শুধু
আজ ইতিহাসের পাতায় পাতায় I
পর্বতসম উৎকণ্ঠায়, জর্জরিত তন-মন,
বাইরে- ভিতরে ঘরের, অপেক্ষায় ব্যাকুল মন,
সজল দুই নয়ন, কানে বাজে ক্রিং ক্রিং
পিয়নের চাইকেল বেল, আসবে নিয়ে প্রেম-পত্র
মনের খবর দিতে , সময়ের নিষ্ঠুর হাতে
ইতিহাস যে হয়ে গেলো
সেই প্রেমের পত্র আজ I
বিরহের জ্বালা আর আনন্দ উন্মাদনার.
প্রতীক্ষান্তে প্রেম-পত্রের ক্লান্ত শরীর-মন,
তবুও রোমাঞ্চিত ,যখন আসে প্রেম-পত্র
প্রথম বার প্রিয়ার পাশে,
ভয়ার্ত মন নিয়ে খোলেনা তো সেই পত্র
হৃদয়ে গুন্ গুন্ করে
সেই যে গানের কলি....
`চিঠিটা খোলবো ? না থাক......
অফুরন্ত কথা প্রেমের পত্রের সেই
পড়বে নব-প্রজন্ম
শুধু ইতিহাসের পাতায় আজ I
----------------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 07/06/2017