প্রেম একটি  ভাইরাস
বাতাসে উড়িয়ে ফুরা
সব সময়েই, সব ঋতুতেই
মোদের  মাঝে
প্রেমরোগে আক্রান্ত প্রেমিক-প্রেমিকার  
বেড়ে যায় অক্সিটোসিন  
তন-মন আবেগ বিহ্বল
পরিত্রান তার খোঁজে I

একটি তীব্র ধারের নদী
এই প্রেম
সাঁতার কেটে বিভ্রান্ত প্রেমিক-প্রেমিকা
ধারের চাকনৈয়াতে
পার তার খোঁজে I

একটি বিশাল সাগর
এই প্রেম
জাহাজ মেলে দিয়ে প্রেমিক-প্রেমিকা
পায়না যে বন্দর
হারিয়ে তার লঙ্গর I

-------------------------
ডo প্রীতিশ চৌধুরী --  16/06/2017