নীরব সন্ধ্যা বেলায় বসে আছি আমি  
হৃদয় দুয়ার খোলে তোমার প্রেমের প্রতীক্ষায় …
অথচ তোমাকে মনে হয় তুমি যেন এখনো একটি অশরীরী মানবী,
এক এলিয়েন নারী
মহাশূন্যের কোনো একটি অন্য গ্রহের ..
তোমার অনুভবে তাইতো
সহস্র  আলোক বর্ষ দূর
তোমার আমার হৃদয়ের দূরত্ব ...

প্রেমের জাল বুনে বুনে
তোমার প্রেম কে জালবন্দী  করার প্রয়াসে
আমার `দেবদাস' নাটকের আখরা...
আর  তোমার ?
একটি উন্মাদ অভিনয়
হৃৎপিণ্ডের স্পন্দনহীন  এক জীবন্ত  দেবীর …

মৃত আশার দেহকে  দেহের সাথে আঁকড়ে ধরে
এসেছি আমি অনেক দূরে  আজ
প্রেম চ্যাটক পাখির  দানা মেলে  মেলে ..
অথচ তুমি ভুলে গেছো
তোমার আমার নিবিড় সান্নিধ্যের নীরব মুহূর্তের
মূর্ছনা সংগীতের  …

প্রতিধ্বনি যার এখনো শুনবে তুমি
সেই প্রেম নদীর কৃষ্ণচূড়ার  ফুলের মাঝে ...

----------------------------------------------------------
Dr Pritish Chowdhury            20/09/2017