ভেবেছিলাম সূর্য্য তোমাকে
আলোকিত স্নান করে আমি
প্রেমের তোমার ঝল মল  আলোয়ে …
বর্ষার নদীর জলের মতো
প্রবাহিত ছিলো স্বপ্ন আমার শরীরের শিরায় শিরায়
অশান্ত অস্থির …
পার ভাঙার দুর্বার বাসনায়…
স্বপ্নের বন্যায় ভেসে যাওয়া আমার  মন
খুজেছিলে আশ্রয় কোলে তোমার হৃদয়ের ...

নির্ঘুম নিস্তব্ধতা তোমার
স্বপ্নের আমার অর্থহীন  দিঠক  আজ
তোমার রক্তে নিশ্চয় অনুভূত আমার প্রেমের স্পন্দন
তবুও মৌন তোমার ওষ্ঠ যুগল.. শক্তিহীন
তুমি জান   ?
তোমার শক্তিহীনতায় হাসে আমার স্বপ্ন আজ !!
তুমি শক্তিহীন আজ আমার শক্তিতে !!
ইতিহাসের সমস্ত প্রেম বন্দি আজ আমার প্রেমে  !!

হৈমন্তীর শীতল সায়াহ্ন বেলা এখন আরো তীব্র রোমাঞ্চকর
আমার   প্রেমের শিখায়  এক বিংশ শতাব্দীর……

--------------------------------------------
Dr Pritish Chowdhury    22/10/2017