অতীত :
ভর হারিয়ে ফেলেছিলো
আমার  শরীরের সমস্ত   সত্তা    
তোমার প্রেমের  প্রচন্ড মাধ্যাকর্ষণ শক্তিতে ...  
লতার মতো  আঁকড়ে ধরেছিলে
তোমার  প্রতিটি  অঙ্গ প্রতঙ্গ  
আমার   অঙ্গ প্রতঙ্গ
নিঃসঙ্গতার মুহূর্তগুলির  প্রাণ পেয়ে উঠে  
প্রেমের শিহরণকারী আলিঙ্গনে…

আজ :
নিস্তেজ তোমার তীব্র প্রেমের  জুঁই
হিমায়িত প্রেমের সমস্ত ভ্রূণ
রক্তের শিরায় শিরায়  
বিধস্ত সময়ে  আজ হারিয়ে ফেলেছে
তোমার প্রেমের ঠিকানা ....

কাল :
দেখতে চাই তোমাতে    
প্রেমের প্রেতাত্মা  ছড়িয়ে পড়া
তোমার দেহের  অঙ্গে অঙ্গে
ঠিক পৃথিবীর সমস্ত আলো যখন প্রেতাত্মার গর্ভে বন্দী হয়
লাস কাটা ঘরের বারান্দায় অমানিশার অন্ধকারের মধ্য রাত্রিতে ...
----------------------------------------------------------
Dr Pritish Chowdhury       18/08/2017