পরিবর্তন   ?
মরুভূমিতে গিয়ে মরীচিকার পেছনে ছুটে  থাক  !!
একটি সরল রেখাকে তার সমান্তরাল আর একটি সরল রেখাকে স্পর্শ করতে দাও !
নতুবা
একটি পর্বতের শৃঙ্গে  উঠে
খোঁজে থাক কচ্ছপের  ডিম্ !!

বিলাসিতা এখন ঈশ্বরের পূজা    


সন্ত্রাস পরিবর্তনের পূজা  
আদম ইভের মতো আপেল খেয়ে  অনুতপ্ত হতে  চায়না এখন আর কোনো !!

----------------------------------------------------------------
Dr Pritish  Chowdhury                      02/11/2017