প্রথম তিনটি  মার্কিন কবি এডিলেড ক্র্যাপসে রচিত  সিনকোয়াইন  ` Anguish '   `Amaze’  আর `  Triad’  -   এর  বাংলায় ভাবানুবাদ

চতুর্থ আর পঞ্চম -    নিজস্ব প্রয়াস


১) যন্ত্রণা

রাখ তুমি
তোমার  অশ্রু-শূন্য   চোখের চাহনি
সারাটা  রাত, তবে নীলভোর যখন
শ্বাস নেয় রুপালি চাঁদে,  তখন  কেঁদো,
তখন  কেঁদো….



২) আশ্চর্য্য

আমি জানি
এগুলা আমার হাত নয়,
আর তবুও ভাবি -ছিল এক নারী কোনো সময়
ঠিক আমার মতো- যার ছিল হাত
এগুলার মত  



৩) ত্রয়ী

এই তিনটিই -
তিনটি নীরব জিনিস
তুষার স্খলন… ভোরের
প্রাক মুহূর্ত .. কারুর  মুখ
সদ্য  মৃত…



৪)  প্রেম

তুমি না জানলেও
উদ্ভাসিত যেন আমার হৃদয়
তোমার প্রেমের আলোয়ে,
ঠিক  যেভাবে উদ্ভাসিত কাঞ্চনজঙ্ঘার বরফ
ভোরের আলোয়ে



৫) দুঃখ

ক্রমশ  হৃদয় যেন
এক ট্রেজিক পেইন্টার-
আঁকছে নোনা  জলের ছবি
জীবন ক্যানভাসে - বিন্দু বিন্দু
শত-সহস্র, অজস্র

-------------------------
Dr Pritish Chowdhury        02/12/2018