বিশ্বব্রহ্মাণ্ডে শত সহস্র তারকাপুঞ্জ
তার সাথে ঘুরে শত সহস্র গ্রহপুঞ্জ
সেই সবারই মাঝে একটিয়েই তো গ্রহ
নাম তার পৃথিবী সবাই জানে
যেখানে জন্ম নিয়েছি আমরা মানুষ
মহাবিশ্বের সবশেয়ে বুদ্ধি মত্তার জীব (?)
ইদানিং হেরে গিয়ে বিজ্ঞান
এলিয়েনের খোঁজে I
কে জন্ম নিতে চায় না পৃথিবীতে মানুষ হয়ে?
কাহার ঔরসে জন্ম নিয়ে মোরা এতো ভাগ্যবান
দেখেছি যেনো আজ
সবুজ পৃথিবীর নব নব রূপ
মহাশূন্যে মহাবিশ্বের সেই রহস্যময় রূপ ?
শত কোটি প্রণাম মোর
দেব-তুল্য পিতৃ,
শত কোটি প্রণাম মোর
দেবী-তুল্য মাতৃ,
যাহার ঔরসে এসেসি ধরায়
বিলিয়ে সুবাস আজ মানুষ হয়ে I
*****
১৮ জুন পিতৃ- দিবস ছিলো .. সেই উপলক্ষে জানাই আমার অভিনন্দন বিশ্বের সমূহ পিতৃ কে
---------------------------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 18/06/2017