তুমি যখন ছিলে না মোর হৃদয়ে
দুই চোখ দেখেছিলো মোর দূর দিগন্তে ছড়িয়ে পড়া
রৌদ্রজ্বল প্রকৃতির অনন্য রূপ
গর্ভিণী লেগেছিলো পৃথিবীটা
উদারতা ভরা মোর মন
দানা মেলে পাখির মতো
উড়ে থাকতো দূর নীলিম আকাশে......
এখন .....
তব প্রেমে বন্দী মোর মন
মোর প্রেমে বন্দী তব মন
মোর চোখ দেখে শুধু তোমাকে
তব চোখ দেখে শুধু মোকে
মোর মন.. তব মন
তব মন... মোর মন
শুধু তুমি আর আমি
আমি আর তুমি
স্বার্থপরতার আকাশে উড়ে থাকা দুই প্রেমিক -প্রেমিকা...
বুঝেছি ....
প্রেমের বৃত্তে আবদ্ধ সারা আকাশ মোর
প্রেমের বৃত্তে আবদ্ধ সারা আকাশ তোমার
প্রথম প্রেমের রঙিন স্বপ্নে
দুটো মন আজ পিঞ্জরাবদ্ধ পাখি ....
------------------------------------------------------
Dr Pritish Chowdhury 08/08/2017