জীবনটা কাঁধে তুলে
সেই পথ দিয়েইতো এসেছিলাম
ইন্দ্রধনু গড়ার স্বপ্ন নিয়ে
জীবন আকাশে I
এসেছিলাম এগিয়ে সেই পথ দিয়ে
যে পথের
স্বপ্ন দেখেছিলাম
সোনালী শৈশবেতে,
স্বপ্ন দেখেছিলাম
যে পথের
মায়ের কোলায় মাথা গুঁজে গুঁজে I
সেই পথ
স্বপ্নের ঝলমল আলো ভরা পথ
জীবন চাকনৈয়ার
অমানিশার অন্ধকারে
আজ দিগ্ভ্রষ্ট,
মরীচিকার পেছনে ছুটে থাকা
দিশাহারা কোনো মরুভূমির
যেন বিভ্রান্ত পথিক I
হারানো দিঠকে
সেই জীবন-স্বপ্ন হয়ে আছে
আজও শুধু সেই স্বপ্ন হয়েই I
ফিরে যেতে চাই আমি
পুনরায় মাতৃৰ গর্ভে,
জন্ম নিতে চাই আমি
পুনরায় পৃথিবীর বক্ষে,
চলে আসতে চাই আমি
পুনরায় সেই পথ দিয়ে
জীবনটা কাঁধে তুলে I
যে পথের স্বপ্ন দেখেছিলাম
সোনালী শৈশবেতে,
স্বপ্ন দেখেছিলাম
মায়ের কোলায় ঘুমিয়ে ঘুমিয়ে I
গড়ে নিতে চাই যে আমি
দিঠকের ইন্দ্রধনু
আমার জীবন আকাশে I
ফিরে যেতে চাই আমি
পুনরায় মাতৃৰ গর্ভে II
----------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 14/05/2017