দুর্দশাগ্রস্ত সময়ের অ্যালার্ম অধুনা
পৃথিবীর সভ্যতার ঘড়িতে,
কৃত্রিম বুদ্ধিমত্তা, অতিমানবিক মস্তিষ্কের রোবটের হাতে
এখন পৃথিবীর নিরাপত্তা !!
ত্রস্ত পৃথিবী , ত্রস্ত পৃথিবীর মানুষ
শিবের তান্ডব নৃত্যে ধ্বংসের অবলীলা
পৃথিবীর প্রান্তে প্রান্তে ,
পেন্টাগনের মোহর গ্রথিত
ফ্রাঙ্কেনস্টাইনের জন্ম বৃত্তান্ত
ভরে আছে রক্তে রঞ্জিত পৃথিবীর ইতিহাসের পাতায় পাতায় ...
সৃষ্টিকর্তা কোথায়?
মহাশূন্যের কন্ট্রোল কক্ষে ?
না পেন্টাগনে?
ভূতের মুখে রাম নাম শুনে শুনে
অভ্যস্ত বিশ্বের মানুষ এখন,
অসহায় বিশ্বের মানুষ অধুনা ...
পৃথিবীর নিরাপত্তা এখন তাই রয়েছে
পেন্টাগনের হাসিতে (?)...
---------------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 20/07/2017