'ঐতিহ্য' শব্দটি এখন যে শুধু
বইয়ের পাতায় থাকা একটি বিষয় !
'ঐতিহ্য' শব্দটি এখন যে শুধু
পরীক্ষার পাতায় লেখা একটি বিষয় !
'ঐতিহ্য' শব্দটি এখন যে শুধু
মেল-মিটিঙে ফুল ঝরানো
লেকচার দেয়ার একটি বিষয় !
কথায় কথায় বলি মোরা
ঐতিহ্যের বড় বড় কথা,
কার্য ক্রমনিকায় বেজেছে শুধু
ঐতিহ্যের মৃত্যু ঘন্টা I
দায় সড়িয়ে বলছি মোরা
রেখে লাভ নেই সেই ঐতিহ্য
যার যে এখন নেই সমাজে
কোনো যে একটি মূল্য I
-------------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 10/06/2017