ঘিরে ফেলেছে
ঘোর অমানিশার অন্ধকার সর্বত্র
পৃথিবীর বুকে, মানুষের মনগুলোতে I
                          
সূর্যের আলো                        
মহাশূণ্য ভেদ করে আসা
শত সহস্র তারকের  আলো
অন্ধকারের বিধ্বংসী নাগপাশে
বন্দী I
                          
সন্ত্রাসের তাণ্ডব নৃত্যে
উত্তাল পৃথিবীর প্রাঙ্গন I
একাংশ ক্ষুব্ধ জনতার
বৃথা আস্ফালন
আলো খোঁজে
এক নূতন সূর্যের I

--------------------------
ডo প্রীতিশ চৌধুরী --  25/04/2017