না নতুন, না পুরনো
সময়, দিন, মাস,বৎসর
শুধুই পুনরাবৃত্তি- দিতে
নতুনত্বের স্বাদ ..
`চক্রবৎ পরিবর্তন্তে ' নাটকের আখড়াতে
বার বার আসে একেই নামে..
নির্বিকার, নিশ্চুপ !
আর মানুষ ?
এক সুগভীর সমুদ্রের চাকনৈয়াতে হবু ডুবু..
শরণাপন্ন পরিবর্তনের দুরাশা নিয়ে ..
খুব একঘেয়েমি লাগে ...
কখনো ভাবি পৃথিবীটাকে খুব জোরে আঁকড়ে ধরে
তার আবর্তনটাকে কিছুদিন বন্ধ করে দেই....
----------------------------------------------------------
Dr Pritish Chowdhury 15/04/2018