যা দেবী সর্বভূতেষু শক্তি  রূপেণ ......
মঙ্গলম  !  মঙ্গলম !

বৈদিক যুগের বৈদিক মন্ত্রে হাসছে এখন সভ্যতা !!

খুঁজছে আজ
সমাজের অন্ধকার দিশার  নিষ্পেশিত, ঘৃণিত পতিতাকে
সভ্যতার আলো..

শত সহস্র  হাতের  হাতজোড়  
পতিতালয়ের দরজার সামনে
`পুণ্য মৃত্তিকা' র ভিক্ষায় ...

অন্য দিনে
কি শিকড় অথবা ফুল
কি সূর্য অথবা চাঁদ
দরজার ঐপারে  নগ্ন হাত গুলো
কামুক যন্ত্রনায় মাতাল ...
হাতগুলোতে দুলতে থাকে স্তনগুলো ..

ছড়িয়ে পড়ে সুগন্ধি দুর্গার প্রতিমায়
`পুণ্য মৃত্তিকা 'র..
ক্ষত বিক্ষত রোগাক্রান্ত যোনিগুলো থেকে
খচে পরে নির্বাক বিস্ময় …
নিস্তব্ধ  শরৎ  !

----------------------------------------------
Dr Pritish Chowdhury     28/09/2017



বি . দ্র .  কবি দীপ্তি দেউরী  বরা লেখা  মূল অসমিয়া কবিতা  `নবরাত্র ' এর   বাংলায় ভাবানুবাদ ..