সময় নিস্তব্ধ …
ব্ল্যাকহোলে ঢুকে পড়ার উপক্রম তার
হারিয়ে ফেলে  ক্রমান্বয়ে  বর্তমান,ভূত,ভবিষ্যৎ ....

করুনার  সমুদ্রে বিষাক্ত নীল গড়লের অবগাহনে
হৃদয়হীন জগতে পৃথিবীর ঠিকানা
মহাশুন্যে নিবদ্ধ  হয়ে চোখের দৃষ্টি .....
স্বার্থ, ঈর্ষা, প্রেয়সের তাণ্ডব  নৃত্যে উন্মাদ  পৃথিবীর পদাঘাতে
কম্পিত  শ্রদ্ধা,বিশ্বাস, নিষ্ঠা,আস্থা  শ্রেয়স ….

বেঁচে থাকা এখন  দুই উর্বর মস্তিস্ক নিয়ে...
এক মাথার ভিতরে, আর
এক ঠিক ওখানে থাকে হৃদয় যেখানে ....

ভুলে গিয়ে  সব  কিছু
নৃত্য  মহানন্দে সুখী  হয়ে
অন্যের দুঃখে ....
-------------------------------------------------
Dr Pritish chowdhury         07/01/2018