কথাটা এরকম.....

সময় যখন  ডাকছিলো  
প্রজাপতিকে আসতেই  দিলে  না  তুমি
শরীরে  স্পর্শ করতে
মহাশুন্যের দিকে তাকিয়ে তাকিয়ে নিঃসঙ্গতাকে আপোন  
ভালোবেসে খুব তাকে..

দেখ তোমার অগোচরে কিভাবে  
নিঃসঙ্গতার দাবানলের গ্রাস  
তোমার সর্বাঙ্গ শরীরে  অক্টোপাসের  আলিঙ্গনে তার…

চোখের নোনা জলে  ভেজা আজ যন্ত্রনা জৰ্জৰিত শরীর তোমার ..

সময় বড় নিষ্ঠুর প্রিয়া !
রয়ে যে থাকলো না সে তোমার জন্য  

অথচ চাও না  কি তুমি আজও পেতে মুক্তি
নিঃসঙ্গ-বেদনা থেকে ?

কেন চাও না একজন  প্রেমিক  ?
করতে দাও ঝগড়া তাকে তোমার সাথে  
দিন রাত অনর্গল অবিরাম…
খেয়ে  নিতে দাও তাকে অল্প অল্প করে  
একাকিকত্ব সমস্ত  তোমার ….

জানি তুমি মুক্তি পেতে চাও  প্রিয়া  
যন্ত্রনা থেকে….

------------------------------
Dr Pritish Chowdhury                  20/12/2017