যন্ত্র, সময়, নিঃসঙ্গতা, ক্ষুধা
এক বিংশ শতাব্দীর সভ্যতার নভস্বান্ এ
মিলে মিশে একাকার
দুঃস্বপ্নের বীজ রোপন করে ..
আত্মসমর্পণ মানুষের আজ যন্ত্রের হাতে
দুই অধরে মিচকি হাসিতে ডুবে থাকে সর্বক্ষণ
`আমার সময় নেই ' .... মিথ্যা অজুহাতে
ভৌতিক জগতের মত্ত উল্লাসে ...
নিঃসঙ্গতা , ক্ষুধা হারিয়ে ফেলেছে তার একাকিকত্ব
মাতাল ভারাক্রান্ত শরীরের সর্বাঙ্গে জ্বলে উঠা
নিষিদ্ধ জীবনানুভবের তীব্র দাবানলে দগ্ধ হয়ে তার সমস্ত সত্তা
নিরুপায় সময়ের ডাক অধুনা
বাজছে অগ্নি-শিঙা জীবন সাগরে
সুনামির তাণ্ডব লীলায় …
উদ্ভুত শত সহস্র নিষিদ্ধ সময়ের শিকড়
সেই সাগরের বক্ষ থেকে .......
চার দিকে গোপনীয়তার খেলা পৃথিবীর ....
ধর্ষিতা সমন্বিত সময়ের দারুন নির্যাতনে ,
সিক্ত ধরিত্রীর যোনি বাসি- বীর্যে,
নভোমন্ডল কাঁদছে তার উৎকট ঘ্রানে
দিশাহারা মানুষ !!
মুক্তির খোঁজে সেই সিক্ততা থেকে
ছুটেছে মানুষ এখন …….
মুক্তি পাবে কি কখন ?
-----------------------------------------------
Dr Pritish Chowdhury 20/08/2017