নিষিদ্ধ !
শব্দটা শুনলেই হয়তো তোমার নেশা হয়
ঠিক পুরানা মদের মতোই-
পৌরুষ পুরুষ-তন্ত্রে উত্রাৱল শরীর-মন
দেহের রন্ধ্রে রন্ধ্রে নিষিদ্ধ নেশার শিহরণ প্রতিক্ষনে ,
`গ্রীন লাইট' – যখন ওই পথে তোমার
কত যুগ ধরে !
আর আমি? অর্ধাঙ্গিনী নারী!
জড় -পদার্থ , মালিকানাধীন !
স্বাদের স্পর্শেই বাজে মৃত্যু-ঘন্টা !
সময় বদলে যায় !
তুমি ভাবছো -`সময় বড়ো নিষ্ঠুর ' !
আলোকিত হলো যে আমারও সেই পথ
ঠিক তোমার মতোই -- সবুজ রঙে !
----------------------------------------------------------
Dr Pritish Chowdhury 05/10/2018