হাজার বৎসর আগে
বলেছিলো `নির্বাণ' গৌতম কে..
গলায় জড়িয়ে ধরবে আমাকে ?
পারবে তুমি  পার্থিব ভোগ-বিলাস
জলাঞ্জলি দিতে ?
ছুটেছিল  গৌতম তবুও
নির্বাণের  খোঁজে  ....

আজ আমি চেয়ে আছি দাঁড়িয়ে
পৃথিবীর পানে
পার্থিব লোভ-মোহে মশগুল
পৃথিবীর পানে …
বলছে পৃথিবী..
নির্বাণতো  তোমার এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতায়
নিয়ে নাও তাকে বুকে জড়িয়ে, নতুবা
চেয়ে দেখ  ঐ  উপরের সূর্যের দিকে
দেখ কি ভাবে বসে আছে `নির্বাণ’ তার দুই চোখে
অপেক্ষা কর তুমি
বেশি নয়, আরো কয়েক  কৌটি বৎসর
নির্বাণ পাবে তুমি
হাতের মুঠোয় ....

------------------------------------------------
Dr Pritish Chowdhury       23/03/2018