স্মৃতির লাল গোলাপের পাপড়িতে এখনো তোমার সুবাস !!
কত কাল কত যুগ কত সভ্যতার বক্ষ দিয়ে ভ্রমণ রত পথিক আজ
অমৃতের পেয়ালায় নীল গড়লের স্বাদ নিয়ে ...
দিগন্ত ব্যাপী খুঁজে বেড়াই স্মৃতির স্বপ্নের দিঠকের গড়ল
দ্রবীভূত করে দেব যেখানে আমার প্রেমের
সমস্ত পরাজয়ের গ্লানি ....
নীলকণ্ঠ প্রেমিক !!
------------------------------------------
Dr Pritish Chowdhury 07/10/2017