দেহোপজীবীনি ?
না, সে তো বেশ্যাই ..
খুবই প্রাগ-ঐতিহাসিক , ক্লাসিক্যাল
গ্ল্যামারের ঘরে শূন্যতা !
আমি বেশ্যা নই !!
আমি সভ্যতা ! প্রযুক্তি !!
আমার উন্মুক্ত দেহের উঁচু-নিচু উপত্যকায়
সারা বিশ্বের বিলাস ভ্রমণ !
আমার শরীরের প্রতি অঙ্গে পঞ্চ তারকার স্ট্যাম্প !
আমি মুক্ত বাণিজ্য !!
জানতে চাও আমার স্থিতি?
আমার স্থিতি আমার স্বপ্নের দিঠকের রম্যভূমিতে
ঠিক কোনো সুপার স্টারের মতোই ….
মেখে নিয়ে আমার বিদ্যায়
নীল রং..
শুধু একটুকু নীল রং !!
----------------------------------------------
Dr Pritish Chowdhury 04/10/2017