বৃষ্টিভরা আজকের রাত
বিমূর্ত হয়ে থাকতে দে
নিঃসঙ্গতার  সুতা দিয়ে গাঁথা  
একটি রঙিন চাদর হয়ে ..
হৃদয়ের অস্ফুট ধ্বনি প্রতিধ্বনিত
সেই  রঙিন চাদরে,
ছড়িয়ে পড়েছে সেই প্রতিধ্বনি
রাতের অন্ধকারের বাতাসে I
অন্তহীন এই  রাতের আকাঙ্ক্ষিত বসুতে
বসে আছি  আমি বেলকনিতে
নিঃসঙ্গতার  সঙ্গ নিয়ে  
তার সাথে  আলাপন  করে I
অব হৃদয়ের গভীর কোণায় মোর
নিঃসঙ্গতার মেয়েলি পরশ I
শিহরিত দেহ- মন  মোর  
বৃষ্টিভরা আজকের এই রাতে.I


---------------------------------
ডo  প্রীতিশ চৌধুরী --  05/07/2017