পত্নী, ভগ্নী,কন্যা,
স্ত্রী, রমণী, মহিলা, নিতম্বনী ,সুন্দরী ,কামিনী, অঙ্গনা......
বিশ্বের সমস্ত প্রেম -ভালোবাসা , স্নেহ- মমতার অমৃতে
আজও নীলা গড়লের রং I
ডাইনি ,ধর্ষণ ,ভ্রূণ,দহেজ তন্ত্রের লালসার
বিষ বাষ্পের বাষ্পায়নে
আর্তনাদের মৌন কোলাহল ডানা ভাঙ্গা পাখির
পুরুষের অর্ধ আকাশ নারীর আকাশে I
পুরুষ তন্ত্রের অক্টোপাসের আলিঙ্গনে
রবির দিন আজও
মৃত হরিনের নমিত বিষাণ .. নিস্তেজ , নিষ্প্রভ
নারীর আকাশে,
প্রাচীর আবৃত বৃত্তের মাঝে
বন্দী এখনো নারীর আকাশ !
নিষ্ক্রমণ নারীর মুক্তির জয়গান …
কাঁদছে একবিংশ শতাব্দী
সভ্যতার অগ্নিস্নানে !!
শুনবো কখন
পুরুষের অর্ধ আকাশে মুক্ত হয়ে উড়ে থাকা
মুক্ত বিহঙ্গের মুক্তির জয়গান ?
---------------------------------------------
Dr Pritish Chowdhury 04/08/2017