কবিতার সন্মেলন
একত্র হয় কবিগণ
নবীন প্রবীণ সব কবিগণ
কবিতা পাঠে মধুরাস্বাদ
কবিতার মৌ রসে
সারা আকাশ বাতাস I
কবিতা, অকবিতার মধ্যে যেনো
কখনো চলে এক
অঘোষিত যুদ্ধ
লক্ষণ রেখা নিয়ে
সেই দুইরে মাঝে,
অকবিতা বলে আমি কেন হবনা কবিতা ?
আমিওতো কবির মনের ভাব,
যা আসে হৃদয় থেকে তার
নদীর ধারের মত I
কবিতা বলে আমি অন্বর্থ
কবির মনের ভাব
যা লুকিয়ে থাকে তা শব্দের শৃঙ্খলে
হৃদয় থেকে আসা তার আবেগের স্রোতে ,
বুঝিতে যে পারেনা পাঠক-পাঠিকা
তা অনায়াসে,
আমি সেই ভিঞ্চির `মোনালিসার হাসি '
পারবে তুমি করতে তার ভেদ রহস্যের ?
---------------------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 29/06/2017