বিজ্ঞানের দৃষ্টিতে মহাবিশ্বের বৃদ্ধি
চার দিকে নিরন্তর  মহাশুন্যের  মাঝে,
সেই বৃদ্ধি সূত্র যেনো পূর্ণভাবে প্রতিফলন
আজকের পৃথিবীতে  সর্বত্র I
বৃদ্ধি অবিরাম এখন পৃথিবীতে
মানুষের নামে   অমানুষের,
ধর্মের নামে অধর্মের,
সহিষ্ণুতার নামে অসহিষ্ণুতার,
কর্মের নামে কু-কর্মের,
শান্তির নামে  
বন্দুক বারুদ গ্রেনেডের বিস্ফোরণ আর সন্ত্রাসের,
শাসনের নামে শোষণের,
সচ্ছতার নামে
কালা ধনে বলীয়ান ধনীর দলের,  
`গরিবী হাটাও 'র  নামে  অনাহার অনিদ্রায় থাকা
বুভুক্ষু, দরিদ্র  জনগণের,
নারী- মাতৃজ্ঞানের নামে
নারী- ধর্ষণ আর নারী- নির্যাতনের I
ওই বৃদ্ধির সূত্রতে
হয়েছে দেশ আজ ত্রস্তে কম্পমান I
বৃদ্ধি এখন পৃথিবীতে
মানুষের জীবনের দামের সংকোচনে,
মানুষের মন  আকাশের পরিধির সংকোচনে,
মনাকাশে জায়গা এখন শুধু স্বয়ং নিজের,
নেই তো জায়গা আজ এখন সেখানে
মা-বাপ, ভাই-ভগ্নী, বন্ধু আর আত্মীয় সজ্জনের I
আত্মকেন্দ্রিকতার উন্মাদনায় ব্যাস্ত আজকের মানুষ
পৃথিবীতে রাজ্ করার সেই দূরাকাঙ্ক্ষা  নিয়ে I

------------------------------------
ডo  প্রীতিশ চৌধুরী --  04/07/2017