আসলে সব কিছুই ঘটে মানুষেরেই রাজ্যে
বাঞ্চিত, অবাঞ্চিত সব কিছুই …
তবে যখন তোমার আঘাত স্বাভিমানে
`মানবীয়' কে বোলো তুমি `পাশবিক'
নিয়ে আত্মতৃপ্তির উল্লাস ..
কোথাও কোনোদিন দেখিনিতো বলাৎকারের লীলা
পশুর রাজ্যে ...
দেখিনি জনক নন্দিনীকে অসুরের রাজ্যেও হতে বিবস্ত্রা..
অথচ ঋষি-পত্নী দেবরাজের হাতেই ধর্ষিতা!
অতঃপর ধর্ষণ সত্যিই কি পাশবিক ?
একটি বৃহৎ প্রশ্নবোধক চিহ্ন এসে দাঁড়ায় সামনে
উত্তর খোঁজে তার
নিঃশব্দে ......
---------------------------------------------------------
Dr Pritish chowdhury 20/05/2018