মাওলিনং !
কোন সেই শিল্পীর  রং-তুলিকায়
প্রাণ পেয়ে জীবন্ত হয়ে  আছো তুমি  ?
সুবাস বিলিয়ে আছো আজ  
তুমি ,  পাহাড়ের মাঝে
প্রকৃতির দেবী  রূপে অনন্যা  হয়ে  I

মাওলিনং !
পাহাড়ের শীতল সবুজ কোলায় লালিতা
তুমিতো প্রকৃতির ষোড়শী রাজ্-কন্যা  !
তোমার সবুজ রাজ-দরবারে
সবুজ মিঠা অনুভব,
তোমার সেই সবুজ  মিঠা সান্নিধ্যে  
স্বর্গের এক পেয়ালা  অমৃত পান  সম
আজকের শহরের যন্ত্র-মানবের   I

মাওলিনং !
চির-যৌবনা তুমি  !
তোমার দেহের সিরায়  সিরায় প্রবাহিত
সেই  সবুজ অমিয়া মাধুরী I
তোমার সবুজ রূপের বন্যায়
অৱগাহনের হেতু ব্যাকুল  হৃদয় যে আজ
বিশ্বের সারা জনগণের I

মাওলিনং !
প্রকৃতির দেবী  
কিংবা  প্রকৃতির ষোড়শী রাজ্-কন্যা  
যেভাবেই ডাকি না কেন তোমাকে,
ধন্য হবে প্রকৃতি-প্রেমী
দেশে দেশে  আজ,
পান করে অমিয়া মাধুরী  তোমার
চির -দিন  আর  চির-কাল I
-------------------------------
ডo প্রীতিশ চৌধুরী --  20/05/2017



Mawlynnong : Asia`s Cleanest Village