শারদী রানীর যাদুর পরশ এখন আর্যবর্তে
মেঘের তর্জন গর্জন বন্দি রানীর কব্জায়
স্বর্গ থেকে হাজার হাজার আত্মার প্রবেশ ধরায় !!
ঘনঘোর অন্ধকারের অন্ধকূপের
নাগপাশে বন্দি বিজ্ঞানের সমস্ত সূত্র ...
বৈদিক যুগের প্রত্যাবর্তন এনে ধরায়
পা দিয়েছে মহিষমর্দিনী
এক বিংশ শতাব্দীর সভ্যতায় পুনর্বার..
মৃন্ময়ী মূর্তিতে প্রাণ সঞ্চার করে!!
নিধন হবে একটি অসুর যে বার বার জন্ম নিচ্ছে ....
যে মরে না কখনো …
জন্ম দিয়ে আরো হাজারটা অসুরের …
বিপন্ন সমাজ , বিপন্ন সভ্যতা , বিপন্ন বিশ্বের জন গণ
অভিশপ্ত অনন্ত মহাকাল হয়ে !!
সমস্ত পৃথিবীর নভোমণ্ডল আচ্ছন্ন
নর হত্যা, জীবহত্যা ,প্রকৃতি হত্যার অবলীলায়
হাজার হাজার অপমৃত অবহেলিত ধর্ষিতা চিন্ময়ী মাতৃৰ অস্ফুট ক্রন্দনে
কাঁদছে নীরবে আর্যাবর্তের সোনালী ইতিহাস...
পুজো তো হয়ে না তাদের ...
বিশ্ব আজ শরণাপন্ন মৃন্ময়ী মাতৃৰ চরণে
সমাজের অসুর নিধনে !!!!
----------------------------------------------------------
Dr Pritish Chowdhury 25/09/2017