রাত ভোর জাগিয়ে থাকা পাখির গানে
নীরব  রাতের বুকে নেমে আসে
আরো নীরবতা
মনে দোলা দেয়
তখন হারানো দিনের স্মৃতি,
অতীতের সুরঙ্গ দিয়ে চলে যায়  মন  
ফেলে আসা দিনের খোঁজে.....
মন ভরে যায়
মনের নয়ন দিয়ে দেখে দেখে
সোনালী শৈশবের পুরানো ছবি,
দুই চোখের জ্ঞানের আলোতে
যেনো বুঝতে পেরেছিলাম সারা পৃথিবীর ইতিহাস !
রাতের পাখিটা যখন বহু দূরে চলে যায়,
রিনি রিনি শুনে থাকা  
তার করুন গানের ধ্বনিতে
ফিরে আসে মন কঠিন বাস্তবে
শান্তির নীড় খোঁজে,
চোখের আলো স্তিমিত হয়ে  
জ্ঞানের আলো থমকে  দাঁড়ায়
মানুষের ইতিহাস,
মানুষের মনের ইতিহাস  
বোঝার অপচেষ্টায়,
কঠিন বাস্তবের ইতিহাসে গড়ে গড়ে
ভারাক্রান্ত হতে থাকে দেহ মন  নিরন্তর I
----------------------------------------
ডo প্রীতিশ চৌধুরী --  11/06/2017