বড় একটি শহর
দুই ঠ্যাং বিশিষ্ট সভ্য মানুষের মিছিল
শহরের চিড়িয়াখানায় ..
দর্শনের পরে কয়ে একজন মানুষের
মনের ভাব ..
আঃ নয়ন সার্থক হলো আজ
ওই রং বিরঙ্গি মন মাতানো হাজার হাজার
পক্ষীকুলের সাথে দেখতে পেয়ে
সহস্র বিচিত্র জীব আর
বড় বড় সেই জন্তু- জানোয়ার ..
কতইনা হিংস্র আর সঙ্গিন হতে পারে তারা !!!
মন প্রাণ যে ভোরে গেলো তা দেখে I
মহানন্দে বক্ষস্থল দুই-এক ইঞ্চি ফুলিয়ে
`এক্সিট পয়েন্টে' এসে দাঁড়ালো এক ভদ্রলোক
একটি প্রকান্ড বন্ধ বক্সের সামনে ....
`বক্সের ভিতরে পৃথিবীর সবচেয়ে
হিংস্র জানোয়ার ... সাবধান অবলম্বন -
দুয়ার খোলার সময়তে !!"
সাইন বোর্ডে লেখা সেই বক্সের সামনে I
ভদ্রলোক কিছুটা ইতস্ততঃ করে
খুললো বক্সের দুয়ার ভয়ে ভয়ে...
দুয়ার খুলতেই হতভম্ব ভদ্রলোক..
প্রতিবিম্বিত তখন তার মানব মূর্তি
একটি বড় গ্লাসের আয়নায়
সেই বক্সের ভিতরে.
যার নিচে লেখা আছে..
`পৃথিবীর সবচেয়ে হিংস্র জানোয়ার !!."
-----------------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 03/07/2017