এত  নিরাশ কেন তুমি ?

অবশ্য  নিরাশ হওয়ারেই   কথা !

তোমার সমস্ত মগজের  শক্তি,
উচ্চ- প্রযুক্তি কিংবা বিজ্ঞানেরও  সমস্ত শক্তি  -
আজ ও  যখন  গভীর অন্ধকারের  খাদে
স্পর্শ  করার আমার ছায়া পর্যন্ত  ..

আমি জানি, তোমার শক্তির দৌড় কতটা এখনো,
একটি অতি ক্ষুদ্র গন্ডির ভিতরে -
তোমার প্রাণদাতা ছোট ঐ সূর্যটা আর তার পুত্র -কন্যাদের আশ পাশেই ..

খুঁজে পাবে তুমি ?
মহাশুন্যের হাজার হাজর আলোক বর্ষ দূরে  তোমার পৃথিবীর চেয়েও   আর ও   উন্নত গ্রহে আমাকে  ?

কি ভাবে সম্ভব বলো  -
মগজু আরো ধারাল না হলে  ?.


নিরাশ হও না ..

বরং ভাগ্যবান  ভেবে নাও নিজেকে –

যত দিন না  হয় আমার সাথে দেখা  তোমার,
সম্মুখ  সমরে ..
ততো দিনতো  বলে  থাকতে  পারবে তুমি -
বুক ফুলিয়ে, চিৎকার করে করে –

`আমরাই জীব শ্রেষ্ঠ
শুধুই পৃথিবীর কেন
মহাবিশ্বের ও’  !!

হা  হা হা  !!

----------------------------------------
Dr Pritish chowdhury    24/06/2020