ক্রমশ ধূসর -
পৃথিবীর রং ,
মানুষের ...

স্থবির সময়  !

ঘড়ির কাটার টিক টিক শব্দের যেন নিস্পলক দৃষ্টি কোনো ব্ল্যাকহোলের দিকে  !

পার্থক্যহীন –
প্রতিদিনের ভোরের সূর্যের আলো !

ধূলিস্যাৎ ক্রমশ - একটি নতুন দিনের প্রত্যাশা !

নেশাগ্রস্ত  ভয়াল  রাত !

চারপাশের  মৌন কোলাহলে
হৃদয়ে  আর্তনাদ..

কম্পিত শরীরে
অশনি সংকেত- মহাপ্রলয়ের …

আজ অসহায় মানুষের পৃথিবীতে –

প্রকৃতির কল্যাণ রাগ,
পায়ে নুপুরের ধ্বনি..

আর  `পৃথিবী'র    কণ্ঠে শুনি-

`হে মানুষ-
আমিতো   প্রকৃতির,
ছিলাম কখন আমি, তোমার ' ?
----------------------------------------
Dr Pritish Chowdhury    25/06/2020