বিশ্বের প্রান্তে প্রান্তে  আজ
মানবতার মৃত্যুর
বীভৎস রূপের করুন কাহিনী  I
সারা পৃথিবী
যেনো  পর্যবসিত আজ
মানবতার কবরস্থানে  I
দেখেছি এখুন
সেই মানবতার কবরস্থান দিয়ে
সভ্যতার ঘোড়া ছুটেছে
দুরন্ত গতি নিয়ে  I  
ভুলুন্ঠিত মানবতার ক্রন্দন  
শুনবে কে আজ  ?    
বিশ্বায়ন  আর যান্ত্রিক সভ্যতার
আঁচড় খেয়ে খেয়ে
পথভ্রষ্ট  আজকের মানুষের
নেই অবকাশ তা শুনার I
দয়া, মমতা, বিশ্বাস, সহিষ্ণুতা,
নৈতিকতা, মানবতা
সেই সমস্ত যেনো আজ
ইতিহাস হওয়ার পথে   !!
অমানবিকতার কালো মেঘের গ্রাস  
মানুষের মনের আকাশে,
লুকিয়ে  দিয়ে প্রকৃত রং
ঢালছে  শুধু  মিথ্যা  রং,
অবরুদ্ধ করে  রাস্তা  
সত্য, অহিংসা আর মানবতার I
ভুলে গেছে আজ মানুষ  
বিশ্বব্রহ্মাণ্ডের তালের সাথে
তাল মিলিয়ে চলার কথা,  
জড়বাদী লালসার মত্ততে
মূল্যহীন আজ নশ্বর  মানব জীবন
মানুষের নিজেরেই হাতে,  
খাঁদছে দুনিয়াতে  শুধু  
মানবতার কবর  I
---------------------------
ডo প্রীতিশ চৌধুরী --  23/05/2017