রানার ছুটেছে  রানার
নয় তো সে   রানার সুকান্তের
সে তো এক প্রেমিক রানার
আলোকিত (?)যে সভ্যতার আলোয়
একবিংশ শতিকাৰ !!
নিয়ে  হাতে উপহার রক্তাক্ত হৃদপিণ্ড        
জন্মদাত্রী মায়ের  তার
ছুটেছে রানার দিগ্ বিদিগ হারিয়ে
প্রেয়সীর পাশে
তাকে উপহার দিতে..
দেহ-মন উদ্ভ্রান্ত, ব্যাকুল
মায়ের চেয়েও যে  ভালো বাসে সে
তার প্রেয়সীকে..
বুঝলে কি তবুও সে মায়ের মমতা?
স্নেহময় কণ্ঠে বললো যখন
সেই রক্তাক্ত কলিজা তাকে    
`সোনা ,এত তাড়াতাড়ি যাচ্ছো কোথায় তুমি এভাবে
পায়ে চট লাগবে ,শরীরে আঘাত পাবে,
দুর্ঘটনা হবে ...

--------------------------------------------------------
Dr Pritish Chowdhury                 23/11/2017