আয়নার মতো স্বচ্ছ                    
প্রতিবিম্বময়,
তার বুকে প্রবাহিত
রূপালী জলের ধারা...

ভোরের বেলায়
তার কোলাতে জলকেলি করে,
জল নিতে আসা
প্রাণ-চঞ্চলা যুবতীদের হাসির বন্যা....  

জোনাক ভরা রাত্রে
জোনাকের সঙ্গে মিলিয়ে, তার ঢেউয়ে
রঙীন করে তোলা
সেই  জোনাকী মেলা...  

প্রেমিক-প্রেমিকা  
তার তীরে স্বপ্নবিভোর হয়ে থাকা,
সেই মায়াবী সন্ধ্যা....

আবাল-বৃদ্ধা-বণিতার মিলনতীর্থ
তার তীরের  মধুময়                                                      
গোধূলি  বেলা .....  

কিছুইতো নেই এখন তার তীরে
দেখার অথবা শুনার,  
সেই প্রকৃতি-কন্যা
কলঙের তীরে  I                                                
মৰিশালির নিস্তব্ধতায়
সব যেন আজ
বিস্মৃতির অটল গর্ভে,  
আজ কলঙের তীরে  I                                                

যান্ত্রিক সভ্যতায় যন্ত্র-মানবের হাতে
প্রকৃতির মৃত্যুমুখী যাত্রার  
নির্মম সাক্ষী হয়ে থাকলো
একালের সেই মোহময়ী প্রকৃতি-কন্যা
আজকের 'কলং' I
আছে শুধু  বয়ে সে,  জীবন্ত -লাশ হয়ে
চোখের জল ভাসিয়ে ভাসিয়ে,
সেই চোখের জলে তার এখুন প্রতিবিম্বিত
শুধু হারানো অতীতের
সেই মধুর স্মৃতি  I
-------------------------------
ডo প্রীতিশ চৌধুরী --  28/04/2017





বি.দ্রঃ 'কলং' : মধ্য আসামে প্রবাহিত একটি ছোট্ট উপনদী