অতঃপর সময় একটি বুমেরাং -
আক্রান্ত ঘূর্ণি-ঝড়ের জ্বরে
ঘুরে আসছে বার বার একই ভাবে
শুধুই দুরাশার ছবি নিয়ে হাতে …
কর্ণ-গহ্বরে আঘাত করছে বারংবার
সেই একেই চিৎকার -
`ভোগবাদ জিন্দাবাদ'...
জেগে উঠে প্রতি বার
বাপ্-দাদার দুঃখের অতীত -
শোষণের বিষাদ-গাঁথা ..
দুই চোখে জ্বলে উঠে
লেলিহান রক্ত-জবা…
নির্বিকার তবুও রক্তচোষা ভ্যাম্পায়ার
বোঝে উঠার নেই তাদের কদাপি অবকাশ-
আলেকজেণ্ডারের কফিন যাত্রার নির্মম ইতিহাস !
------------------------------
Dr Pritish Chowdhury 25/05/2018