একদিন প্রেমে পরেছিলাম কবিতার,
কবিতাও নাকি প্রেমে পরেছিলো আমার,
হৃদয়ের গভীরতম বিন্দু পর্যন্ত এসেছিলো সে
একটি প্রচণ্ড আবেগের ধল নিয়ে I
ভেসে গিয়েছিলাম তার স্রোতে
জীবনে কি খোঁজে আর কি না খোঁজে
ভাব সাগরে ডিঙ্গা মেলে
বন্দী করে নিয়ে কবিতাকে হৃদয়ের মাঝে I
সাদা পাতায় সাজিয়ে উঠেছিলো সে
হৃদয় ভরে মোর
হৃদয় ভরে আরো সহস্র জনের I
বোঝার অবকাশ যে ছিলোনা
পৰিভ্রমী পাখি সেই কবিতার মন ,
উড়ে গেলো সে আচমকা
একদিন হৃদয় থেকে
ফিরিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে,
অপেক্ষারত এখন যে
পূজিতে কবিতা রানীকে
পুনরায় হৃদয়ের মাঝে
--------------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 24/06/2017