মহাশূন্য আছে বলেই তো
প্রাণ  সঞ্চার  মহাবিশ্বে,
প্রসারিত  হয়ে সারা ব্রহ্মাণ্ডে
সময়ের সাথে সাথে I

কবিতার আসর আছে বলেইতো
প্রাণ সঞ্চার কবির হৃদয়ে,  
প্রাণ সঞ্চার কবির হৃদয় থেকে উদ্গীরিত
বর্ণময় কাব্য গাঁথাতে  ,
প্রাণ সঞ্চার মহাবিশ্বের নির্জীব জিনিষে  
প্রাণ সঞ্চারিত হয়ে কবির হাতে,
প্রসারিত  করে দেশ দেশান্তরে I

----------------------------------------
ডo প্রীতিশ চৌধুরী --  18/06/2017