শ্রাবনের প্রবল জলের ধারা  
শান্ত নদীর বক্ষ
গর্ভিনী খেতের  মাঝে
কৃষকের মুখে সুখের হাসি…
দেখিনি ভেসে যেতে কাউকে
বানের জলে …..

সারা বিশ্ব থাকে ঘুমিয়ে শিশুর মতো
মানবতার কোলে
দেখিনি আবাল-বৃদ্ধ-বণিতার  
কান্নার অশ্রু- বন্যা…
দেখিনি এক ফোটা রক্ত পড়া ঝরে
মন্দির- মসজিদ –গির্জায়    
বন্দুক-বারুদের বিস্ফোরণে….

ফুট পাথে, বাসে, রেলে
রাতের মধ্যে কালে মুক্ত বিহার  
কিশোরী, যুবতী, সুন্দরীর
গ্রাম, শহর, নগরের
শুনিনি তবুওএকটি কাহিনী বলাৎকারের ..

প্রেমেতে ঘুরছে ভূমন্ডল
প্রেমেতে ফোটছে  শতদল
দেখিনি  বয়ে আসা জল
বিরহের চোখের …..

শান্ত হলেই পৃথিবী
নেমে আসে ঘুম কবিতার চোখে  !!

কি ভাবে লিখবো একটি কবিতা অনন্য …..

--------------------------------------------
Dr Pritish Chowdhury         06/10/2017