ক্লান্ত মানবতা আজ
ঘুমিয়ে পড়ে কবরের শীতল ছায়ায়
স্তব্ধ সভ্যতার গতি
দানবের হাতে ….

বিকার মস্তিস্ক এখন বোঝেনা আকাশের বিশালতা
সর্বত্র ভাগের খেলার অট্টহাস্য
বামন মানুষকে দেখে  
হাসে  আকাশের বিশালতা …

পদতলে পিষ্ট বিশ্বের ধর্মের বাণী
যুদ্ধ আর বারুদের তীব্র স্বাদ
দেহের রন্ধ্রে রন্ধ্রে ...

জন্ম পৃথিবীর নতুন ইতিহাস
ধর্মান্ধতার হাতে….
--------------------------
Dr Pritish Chowdhury  28/12/2017