হাতের পাঁচ অঙ্গুলীর হিসাব
এক একটি বৎসর এক
সৃষ্টি ?
ব্ল্যাকহোল একের পর এক চক্রবৎ
সমস্ত গোগ্রাস উদরস্থের উন্মাদ মহোৎসব
মাতাল উত্তরোত্তর চৌদ্দ পুরুষের রঙিন স্বপ্নে !
সর্ব শরীরে ভি ভি আই পির মোহর
দেহ মনের বিচরণ ভূমি উপরের আকাশ !!
সময়-- `কিস্সা কুর্সী কা ‘ --
শুনবে তুমি মাটির গান
`ক্যামোফ্লাজ' এর আখরায় রং বদলায়
বুনে যেমন মাছ ,তেমন জাল
বন্দি তুমি জালে ফির একবার!!
তারপর?
বাটনে প্রেস…..
পুনর্বার সে `সুপার হিরো' !
উধাও দূর দিগন্তে !! …
আর তুমি?
তোমার মাটিতে
আর একবার `বিগ জিরো' ...
-----------------------------------------------
Dr Pritish Chowdhury 12/10/2017