লজ্জাবোধ পশুত্বের উপমা দিতে আজ মানুষকে _
বন্য পশুও হাতজোড় করে বলে যখন
`হে সভ্য মানুষ ! আমাদেরকেও বেঁচে থাকতে দাও
পৃথিবীতে!'
জীবশ্রেষ্ঠ মানুষ !!
দাবি যেন একটাই আজ - পৃথিবী আমাদের !
মন মগজে হিংস্রতার বীজে
উদভ্রান্ত, অপ্রতিরোধ্য _
তবে সত্যিই কি আমরা ভুগছি মানসিক বিকারগ্রস্ততায় ?
না উন্মাদ ?
আমাদের হাতে মজুত থাকা দুই সবল হাতিয়ার-
একটি উর্বর মস্তিস্ক আর একটি সভ্যতার রং মাখা সুন্দর শরীর
`জেকিল' থেকে `হাইড' হয়ে যাওয়ার অথবা
রক্ষকের রূপে এক একটা জিঘাংসা ভক্ষক হওয়ার
ধর্ষকামী বাসনায় ?
নিষ্পাপ ফুলের কুড়ির মতো কোমল শরীরেও যখন ছিন্ন ভিন্ন আজ
মানুষের হিংস্র খাবলে ...
----------------------------------------------------------------------------
Dr Pritish Chowdhury 16/04/2018