কে বলে তোমাকে সুন্দর ?
তোমার মুখ মণ্ডল
আলোহীন ভাবহীন একটি মরা চাঁদ I
তোমার দুই অধরে
ফুটতে চায়না কোনো হাসির ফুল I
কে বলে তোমাকে জ্ঞানী ?
তোমার দুই চোখের রশ্মিতে
বিকিরিত শুধু বিদ্রুপের ভ্রুকুটি I
কে বলে তোমাকে মহান ?
তোমাকে দেখায়
নির্জন জায়গার কোনো ভগ্ন অট্টলিকার
সিঁড়ি দিয়ে নেমে আসা
কোনো এক অশরীরী জিঘাংসা শ্বাপদ I
----------------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 14/06/2017
.