পুরুষত্বের  অহংকারে দাম্ভিক তুমি
ভেবে থাক নিজেকে সর্ব শক্তিমান !
অথচ আমার একটি ছলনাময়ী  ইশারায় বন্দি তোমার পুরুষত্ব  !

তুমি ভেবেছো আমি তোমাকে ডুবিয়ে রেখেছিলাম  আমার প্রেম সমুদ্রে ?
তাই আমি তোমার নাগপাশে  বন্দি ?

মূর্খ তুমি পুরুষ আর তোমার পুরুষত্ব !
ভুলে যেও না তুমি  
তোমাকেতো ভাসিয়ে রেখেছিলাম আমি  
আমার  প্রেম সমুদ্রের পৃষ্ঠটানে..
ডুবতে দিই নি তোমাকে সেই সমুদ্রে  আমি কখনো..
তোমার পুরুষত্বের উপস্থিতি আমার প্রেমে
একটি মহাশুন্য !!

ব্যর্থ প্রয়াস তোমার পুরুষত্বের আমাকে বন্দি করার  

কালনাগিনী আমি….

-------------------------
Dr Pritish Chowdhury                01/01/2018