যন্ত্রণারও থাকে একটি  `ফ্ল্যাশ  পয়েন্ট’
এক সময় জ্বলে উঠে দাউ দাউ করে
হৃদয়ের মাঝে  

দগ্ধ  মন  ডানা মেলে তখন
উড়ে যায় মহাশূন্যের অভিমুখে -

তাকিয়ে থাকে জীবন্ত মৃতদেহ
ঐ শূন্যতার  দিকে-

------------------------------
Dr Pritish Chowdhury     06/04/2018